আজম আলী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্টিত

education

মো. আব্দুস সালাম, নাটোর প্রতিনিধি
নাটোর বড়াইগ্রামের আজম আলী কলেজে ২০২১-২২ শিক্ষা বর্ষের পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১১টার দিকে কলেজের হলরুমে এ সমাবেশ অনুষ্টিত হয়।
কলেজের অধ্যক্ষ এসএম আসাদ-উজ্-জামান এর সাভাপতিত্বে এবং রসায়ন বিভাগের জেষ্ঠ  প্রভাষক সাবানুর রহমানের  সঞ্চালনায় সেখানে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যপক রতন কুমার সরকার, ইতিহাস বিভাগের সহকারী অধ্যপক এসএম আখতারুজ্জামান সহ অত্র কলেজের
সকল শিক্ষক/শিক্ষিকা,ছাত্র/ছাত্রী এবং অভিভাবক মাটিকাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নওশাদ আলী, অবসরপ্রাপ্ত সৈনিক মো. আব্দুল হালিম সহ প্রায় দেড় শতাধিক অভিভাবক।
বক্তাগণ মাসিক পরীক্ষার পূর্ণমান, প্রাপ্ত নম্বর, সর্বোচ নম্বর, ওই মসে মোটক্লাস ও ক্লাসে উপস্থিত সহ শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন সম্পর্কে আলোচনা করা হয়। করোনা মহামারীরতে যে ক্ষতি হয়েছে তার চেয়েও বেশী ক্ষতি হচ্ছে শিক্ষার্থীদের মোবাইলে গেম খেলায়। এ সকল বিষয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের অধিক স্বচেতন হতে হবে।

bnewso

Comments